সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

হুমরা বেদে

উত্তর‌্যা না গারো পাহাড় ছয় মাস্যা পথ।
তাহার উত্তরে আছে হিমানী র্পবত॥
হিমানী র্পবত পারে তাহারই উত্তর।
তথায় বিরাজ করে সপ্ত সমুদ্দর৫॥
চান্দ সূরুয নাই৬ আন্দারিতে৭ ঘেরা।
বাঘ ভালুক বইসে৮ মাইন্সের৯ নাই লরাচরা১০॥
বনেতে করিত বাস হুমরা বাইদ্যা১১ নাম।
তাহার কথা শুন কইরে ইন্দু মুসলমান॥
ডাকাতি করিত বেটা ডাকাইতের সর্দ্দার।
মাইন্কা নামে ছুডু১২ ভাই আছিল তাহার॥
ঘুরিয়া ফিরিয়া তারা ভ্রমে নানান দেশ।
অচরিতা১৩ কাইনী কথা কইবাম সবিশেষ॥

সূরুয = সূর্য্য। আলাম-কালাম= ঈশ^রের কথা।
কুরাণ= কোরাণ
মিন্নতি = মিনতি।
এই বন্দনাগীতিটি স্পষ্টই জনৈক মুসলমান গায়েনের রচিত।
সমুদ্দর = সমুদ্র।
চান্দ সূরুয নাই = চন্দ্র ও সূর্য্য নাই।
আন্দারিতে = আন্ধারে।
বইসে = বাস করে।
মাইন্সের = মনুষ্যের।
১০ লরাচরা = নড়াচড়া।
১১ বাইদ্যা = বেদে।
১২ ছুডু = ছোট।
১৩ অচরিত = অপূর্ব্ব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন