শনিবার, ১২ মার্চ, ২০১৬

বার্তা

মীর মাসরুর জামান রনি


হাওয়াশুনে তাকিয়ে দেখলাম ঝড়পুড়ে যাচ্ছেশুনে তাকালাম, দেখি আগুন!
আগুন কি পোড়ায় শুধু, শুধু জ্বালায়?
তাহলে আলোআলো কীভাবে জ্বালে, যদি না হলো আগুন?
ঝড় কি ওড়ায় শুধু, বলো?
বদলায় না কিছু?
শোন, হাওয়ার মধ্যে ঝড়ের আওয়াজ শোন,
দ্যাখ, ঝড়ের হাতে বদলে দেওয়া দ্যাখ। পেড়ানো নয় আলো জন্যে আগুন জ্বলে, দ্যাখতাহলে দ্বিধাগ্রস্ত নো কেন দাঁড়িয়ে আছ, শোন!
সব কলঙ্ক মুছে দেওয়ার ঝড়ের বার্তা শোন,
আগুন দেখে আন্ধকারের পালিয়ে যাওয়া দ্যাখ!
কিসের দ্বিধা? সব সংশয় দূর করে দাও নিজে নিজের কাছেই প্রশ্ন রাখো শুধুতোমার প্রেম-সেই ভালোবাসা সত্য কিনা বোঝ?
তোমার ঘৃণা-সে তীব্র কতো, সেই আগুনে পবিত্রতা খোঁজ!
ভায় কি তোমার ?
অন্ধকারের এগিয়ে আসা দেখে
আগুন জ্বালার ক্ষমতাটাকে মানো।
সময় ছিলো, সময় এসেছে , সময় আসবে
সময়টাকে পড়তে পারা শেখো।

পূর্ব পুরুষ প্রাণের পাঠে ইসিহাসের পাঠ্যগ্রন্থ লেখে
তুমি শুধু তার অর্থ বোঝা শেখো।
বার্তাটাকে না বোঝা তো সময়টাকেই ফিরিয়ে দেওয়া, মানো!
পূর্বাভাসের টের না পেলে
সময় তোমাকে উল্টো ঝড়ে উড়িয়ে নেবে, জানো!’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন