সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

(২)
গারো পাহাড়; বনপ্রদেশ
(হুমরা ও মাইন্কিয়া সহ দলবলের প্রবেশ)

হুমরা বাইদ্যা ডাক দিয়া কয় মাইনকিয়া ওরে ভাই।
খেলা দেখাইবারে চল বৈদেশেতে১ যাই॥
মাইন্কিয়া বাইদ্যা কয় ভাই শুন দিয়া মন।
বৈদেশেতে যাব আমরা শুক্কুর বাইর‌্যা২ দিন॥
শুক্কুর বাইর‌্যা দিন আইল সকালে উঠিয়া।
দলের লোক চলে যত গাট্টীবুচ্কা৩ লইয়া॥
আগে চলে হুমরা বাইদ্যা পাছে মাইন্কিয়া ভাই।
তার পাছে চলে লোক লেখা জুখা নাই॥
বাশ তাম্বু লইল সবে দড়ি আর কাছি৪।

তোতা লইল ময়না লইল আরো লইল টিয়া।
সোনামুখী দইয়ল৫ লইল পিঞ্জিরায় ভরিয়া৬॥
ঘোড়া লইল গাধা লইল কত কইব আর।
সঙ্গেতে করিয়া লইল রাও চ-ালের হাড়॥
শিকারী কুকুর লইল শিয়াল হেজা৭ ধরে।
মনের সুখেতে চলে বৈদেশ নগরে॥
তারও সঙ্গেতে চলে মহুয়া সুন্দরী।
তার সঙ্গে পালঙ্ক সই গলা ধরাধরি॥
এক দুই তিন করি মাস গুয়াইল৮।
বামনকান্দা গ্রামে যাইয়া উপস্থিত হইল॥


ঐরূপ ঐকার অনেক শব্দেই পাওয়া যায়, যথা- বৈদেশ, যৈবন।
শুক্কুর বাইর‌্যা = শুক্রবার।
গাট্টীবুচ্কা  = ঘাঠরি বোচকা।
ইহার পরে একটি ছত্র পাওয়া যায় নাই।
দইয়ল = দোয়েল। এই পাখীর চঞ্চু স্বর্ণ বর্ণ, এজন্য ইহাকে সোনামুখী বলা হইয়াছে।
রাও চ-ালের হাড় = রাজ চ-ালের হাড় (চ-ালদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তির হাড়?) বেদেরা তাহাদের বাজি করিবার সময় একটা হাড় লইয়া তাহাদের দ্রব্যাদিতে ঠেকাইয়া নানারূপ অদ্ভুত ক্রিয়া করিয়া থাকে। সেই হাড়ই সম্ভবত এই “রাও চ-ালের” হাড় হইবে।
হেজা = সেজা = শজারু।
গুয়াইল = গোয়াইল = অতীত হইল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন