সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

আর ভাইরে,
ভ্র্মিতে১ ভ্রমিতে তারা কি কাম করিল।
ধনু নদীর পারে যাইয়া উপস্থিত অইল॥
কাঞ্চনপুর নামে তথা আচিল২ গেরাম।
তথায় বসতি করত বির্দ্দ৩ এক বরাম্মন৪॥
ছয় মাসের শিশু কইন্যা৫ পরমা সুন্দরী।
রাত্রি নিশাকালে হুমরা তারে করল চুরী॥
চুরী না কইর‌্যা হুমরা ছার‌্যা৬ গেল দেশ।
কইবাম্ সে কন্যার কথা শুন সবিশেষ॥
ছয় মাসের শিশু কন্যা বচ্ছরের৭ হৈল।
পিঞ্জরে রাখিয়া পঙ্খী৮ পালিতে লাগিল॥
এক দুই তিন করি শুল৯ বছর যায়।
খেলা কছরত১০ তারে যতনে শিখায়॥
সাপের মাথায় যেমন থাইক্যা১১ জ্বলে মণি।
যে দেখে পাগল হয় বাইদ্যার নন্দিনী॥
বাইদ্যা বাইদ্যা করে লোকে বাইদ্যা কেমন জনা।
আন্দাইর ঘরে থুইলে কন্যা জ্বলে কাঞ্চা সোনা॥
হাট্টিয়া না যাইতে কইন্যার পায়ে পরে চুল।
মুখেতে ফুট্টা১২ উঠে কনক চাম্পার ফুল॥

আগল ডাগল১৩ আখিরে আস্মানের তারা।
তিলেক মাত্র দেখলে কইন্যা না যায় পাশুরা১৪॥
বাইদ্যার কইন্যার রূপে ভাইরে মুনীর টলে মন।
এই কইন্যা লইয়া বাইদ্যা র্ভমে র্তিভুবন॥
পাইয়া সুন্দরী কইন্যা হুমরা বাইদ্যার নারী।
ভাব্যা চিন্ত্যা নাম রাখল“ মহুয়া সুন্দরী”॥


র্ভমিতে = ভ্রমণ করিতে।
আচিল = আছিল, ছিল।
বির্দ্দ = বৃদ্ধ।
বরাম্মন = ব্রাহ্মণ।
কইন্যা = কন্যা।
ছ্যারা = ছাড়িয়া।
বচ্ছরের = বৎসরের (এক বৎসরের)।
পঙ্খী = পক্ষী (এই শব্দ এখনও ‘ময়ুর-পঙ্খী’ কথায় ব্যবহৃত হয়।)
শুল = ঝোল।
১০ কছরত = কৌশল।
১১ থাইক্যা = থাকিয়া।
১২ ফুট্টা = ফুটিয়া।
১৩ আগল-ডাগল = সুদীর্ঘ। কোন কোন স্থলে ‘আগল দীঘল’ কথা পাওয়া যায়।
১৪ পাশুরা = পাশরা = বিস্মরণ হওয়া। “পাশরিতে করি মনে গো না যায় পাশরা”-চ-ীদাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন