কর্মশালা





আবৃত্তি শিল্পের বিকাশের লক্ষ্যে স্বরশ্রুতি 'প্রমিত উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা' এর আয়োজন করতে যাচ্ছে।
 প্রশিক্ষক হিসেবে থাকেন -
১. কামরুল হাসান মঞ্জু,
২. মীর বরকত,
৩. গোলাম সারোয়ার,
৪. হাসান আরিফ,
৫. শিমুল মুস্তাফা,
৬. সাইদুজ্জামান রওশন,
৭. দেওয়ান সাইদুল হাসান,
৮. মো. আহ্কাম উল্লাহ্,
৯. মীর মাসরুর জামান।

সময় - প্রতি ফেব্রুয়ারিতে আবেদন করা যায় এবং মার্চ  এর প্রথম শুক্রবার থেকে অধিবেশন শুরু হয়।
আবেদন মূল্য মাত্র ৫০ টাকা।
Email & facebook থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
E_mail & facebook থেকে সংগৃহীত আবেদনপত্র T.S.C. Dhaka university স্বরশ্রুতির কার্যালয়ে এসে আবেদন মূল্য সহ আবেদনপত্র জমা দিয়ে সাক্ষাৎকার পত্র গ্রহন করতে হবে।
__________________________________
ব্যাপ্তি - ৩ মাস( বছরে একবার কর্মশালা’র আয়োজন হয় )
--------------------------
প্রশিক্ষণ শেষে সনদ এবং সংগঠনের সদস্য পদ প্রদান।
_____________________

আরো জানতে--
swarosruti84@gmail.com,
https://www.facebook.com/swarosruti1984

০১৯১৪ ০২৩১৭৭ /
০১৭১১ ৩৬৮৩৯৪ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন