মৈমনসিংহ গীতিকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মৈমনসিংহ গীতিকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

(২)
গারো পাহাড়; বনপ্রদেশ
(হুমরা ও মাইন্কিয়া সহ দলবলের প্রবেশ)

হুমরা বাইদ্যা ডাক দিয়া কয় মাইনকিয়া ওরে ভাই।
খেলা দেখাইবারে চল বৈদেশেতে১ যাই॥
মাইন্কিয়া বাইদ্যা কয় ভাই শুন দিয়া মন।
বৈদেশেতে যাব আমরা শুক্কুর বাইর‌্যা২ দিন॥
শুক্কুর বাইর‌্যা দিন আইল সকালে উঠিয়া।
দলের লোক চলে যত গাট্টীবুচ্কা৩ লইয়া॥
আগে চলে হুমরা বাইদ্যা পাছে মাইন্কিয়া ভাই।
তার পাছে চলে লোক লেখা জুখা নাই॥
বাশ তাম্বু লইল সবে দড়ি আর কাছি৪।

তোতা লইল ময়না লইল আরো লইল টিয়া।
সোনামুখী দইয়ল৫ লইল পিঞ্জিরায় ভরিয়া৬॥
ঘোড়া লইল গাধা লইল কত কইব আর।
সঙ্গেতে করিয়া লইল রাও চ-ালের হাড়॥
শিকারী কুকুর লইল শিয়াল হেজা৭ ধরে।
মনের সুখেতে চলে বৈদেশ নগরে॥
তারও সঙ্গেতে চলে মহুয়া সুন্দরী।
তার সঙ্গে পালঙ্ক সই গলা ধরাধরি॥
এক দুই তিন করি মাস গুয়াইল৮।
বামনকান্দা গ্রামে যাইয়া উপস্থিত হইল॥


ঐরূপ ঐকার অনেক শব্দেই পাওয়া যায়, যথা- বৈদেশ, যৈবন।
শুক্কুর বাইর‌্যা = শুক্রবার।
গাট্টীবুচ্কা  = ঘাঠরি বোচকা।
ইহার পরে একটি ছত্র পাওয়া যায় নাই।
দইয়ল = দোয়েল। এই পাখীর চঞ্চু স্বর্ণ বর্ণ, এজন্য ইহাকে সোনামুখী বলা হইয়াছে।
রাও চ-ালের হাড় = রাজ চ-ালের হাড় (চ-ালদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তির হাড়?) বেদেরা তাহাদের বাজি করিবার সময় একটা হাড় লইয়া তাহাদের দ্রব্যাদিতে ঠেকাইয়া নানারূপ অদ্ভুত ক্রিয়া করিয়া থাকে। সেই হাড়ই সম্ভবত এই “রাও চ-ালের” হাড় হইবে।
হেজা = সেজা = শজারু।
গুয়াইল = গোয়াইল = অতীত হইল।

আর ভাইরে,
ভ্র্মিতে১ ভ্রমিতে তারা কি কাম করিল।
ধনু নদীর পারে যাইয়া উপস্থিত অইল॥
কাঞ্চনপুর নামে তথা আচিল২ গেরাম।
তথায় বসতি করত বির্দ্দ৩ এক বরাম্মন৪॥
ছয় মাসের শিশু কইন্যা৫ পরমা সুন্দরী।
রাত্রি নিশাকালে হুমরা তারে করল চুরী॥
চুরী না কইর‌্যা হুমরা ছার‌্যা৬ গেল দেশ।
কইবাম্ সে কন্যার কথা শুন সবিশেষ॥
ছয় মাসের শিশু কন্যা বচ্ছরের৭ হৈল।
পিঞ্জরে রাখিয়া পঙ্খী৮ পালিতে লাগিল॥
এক দুই তিন করি শুল৯ বছর যায়।
খেলা কছরত১০ তারে যতনে শিখায়॥
সাপের মাথায় যেমন থাইক্যা১১ জ্বলে মণি।
যে দেখে পাগল হয় বাইদ্যার নন্দিনী॥
বাইদ্যা বাইদ্যা করে লোকে বাইদ্যা কেমন জনা।
আন্দাইর ঘরে থুইলে কন্যা জ্বলে কাঞ্চা সোনা॥
হাট্টিয়া না যাইতে কইন্যার পায়ে পরে চুল।
মুখেতে ফুট্টা১২ উঠে কনক চাম্পার ফুল॥

আগল ডাগল১৩ আখিরে আস্মানের তারা।
তিলেক মাত্র দেখলে কইন্যা না যায় পাশুরা১৪॥
বাইদ্যার কইন্যার রূপে ভাইরে মুনীর টলে মন।
এই কইন্যা লইয়া বাইদ্যা র্ভমে র্তিভুবন॥
পাইয়া সুন্দরী কইন্যা হুমরা বাইদ্যার নারী।
ভাব্যা চিন্ত্যা নাম রাখল“ মহুয়া সুন্দরী”॥


র্ভমিতে = ভ্রমণ করিতে।
আচিল = আছিল, ছিল।
বির্দ্দ = বৃদ্ধ।
বরাম্মন = ব্রাহ্মণ।
কইন্যা = কন্যা।
ছ্যারা = ছাড়িয়া।
বচ্ছরের = বৎসরের (এক বৎসরের)।
পঙ্খী = পক্ষী (এই শব্দ এখনও ‘ময়ুর-পঙ্খী’ কথায় ব্যবহৃত হয়।)
শুল = ঝোল।
১০ কছরত = কৌশল।
১১ থাইক্যা = থাকিয়া।
১২ ফুট্টা = ফুটিয়া।
১৩ আগল-ডাগল = সুদীর্ঘ। কোন কোন স্থলে ‘আগল দীঘল’ কথা পাওয়া যায়।
১৪ পাশুরা = পাশরা = বিস্মরণ হওয়া। “পাশরিতে করি মনে গো না যায় পাশরা”-চ-ীদাস।
হুমরা বেদে

উত্তর‌্যা না গারো পাহাড় ছয় মাস্যা পথ।
তাহার উত্তরে আছে হিমানী র্পবত॥
হিমানী র্পবত পারে তাহারই উত্তর।
তথায় বিরাজ করে সপ্ত সমুদ্দর৫॥
চান্দ সূরুয নাই৬ আন্দারিতে৭ ঘেরা।
বাঘ ভালুক বইসে৮ মাইন্সের৯ নাই লরাচরা১০॥
বনেতে করিত বাস হুমরা বাইদ্যা১১ নাম।
তাহার কথা শুন কইরে ইন্দু মুসলমান॥
ডাকাতি করিত বেটা ডাকাইতের সর্দ্দার।
মাইন্কা নামে ছুডু১২ ভাই আছিল তাহার॥
ঘুরিয়া ফিরিয়া তারা ভ্রমে নানান দেশ।
অচরিতা১৩ কাইনী কথা কইবাম সবিশেষ॥

সূরুয = সূর্য্য। আলাম-কালাম= ঈশ^রের কথা।
কুরাণ= কোরাণ
মিন্নতি = মিনতি।
এই বন্দনাগীতিটি স্পষ্টই জনৈক মুসলমান গায়েনের রচিত।
সমুদ্দর = সমুদ্র।
চান্দ সূরুয নাই = চন্দ্র ও সূর্য্য নাই।
আন্দারিতে = আন্ধারে।
বইসে = বাস করে।
মাইন্সের = মনুষ্যের।
১০ লরাচরা = নড়াচড়া।
১১ বাইদ্যা = বেদে।
১২ ছুডু = ছোট।
১৩ অচরিত = অপূর্ব্ব।

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫

মৈমনসিংহ গীতিকা
মহুয়া
(দৃশ্যকাব্য)
দ্বিজ কানাই প্রণীত
(প্রাচীন পল্লীনাটিকা)
বন্দনাগীতি

পূবেতে বন্দনা করলাম পূবের ভানুশ্বর১।
এক দিকে উদয়রে ভানু চৌদিকে পশর২॥
দক্ষিণে বন্দনা গো করলাম ক্ষীর নদী সাগর।
যেখানে বানিজজি করে চান্দ সদাগর॥
উত্তরে বন্দনা গো করলাম কৈলাস র্পবত।
যেখানে পড়িয়া গো আছে আলীর মালামের৩ পাথ্থর॥
পশ্চিমে বন্দনা গো করলাম মক্কা এন৪ স্থান।
র্উদিশে৫ বাড়ায়৬ ছেলাম৭ মমিন মুসলমান॥
সভা কইর‌্যা বইছ ভাইরে ইন্দু৮ মুসলমান।
সভার চরণে আমি জানাইলাম ছেলাম॥
চাইর কুনা৯ র্পিথিমি১০ গো বইন্ধ্যা১১ মন করলাম স্থির।
সুন্দরবন১২ মুকামে বন্দলাম গাজী জিন্দাপীর॥
.................................................................................................
১    ভানুশ্বর = ভানুর ঈশ্বর = (শিব?)
২    পশর = প্রসার (?), প্রকাশ, আলোক।
৩    মালামের = পদচিহ্নের।
৪    এন = হেন।
৫    র্উদিশে = উদ্দেশে।
৬    বাড়ায় = হাত বাড়াইয়া (সেলাম করা)।
৭    মমিন = বিদ্বান্।
৮    ইন্দ = হিন্দু।
৯    কুনা = কোণা। ময়মনসিংহ প্রভৃতি কতকগুলি “ও” কারের স্থানে “উ” কার- ব্যবহারের রীতি আছে, যথা চোর= চুর।
১০    পিরথিমি = পৃথিবী।
১১    বইন্ধা = বন্দনা করিয়া।
১২    সুন্দরবনের ব্যাঘ্রের দেব দক্ষিণারায়ের সঙ্গে গাজির যুদ্ধের কথা অনেক পুস্তকেই আছে। কৃষ্ণরামের দক্ষিণরামের পালাতে এই যুদ্ধের বিশেষ বিবরণ আছে। পুথির নাম ‘রায়-মঙ্গল’।

আসমানে জমিনে বন্দলাম চান্দে আর সূরুয১।
আলাম- কালাম বন্দুম কিতাব আর কুরাণ২॥
কিবা গান গাইবাম আমি বন্দনা করলাম ইতি।
উস্তাদের চরণ বন্দলাম করিয়া মিন্নতি৩॥
বন্দনাগীতি সমাপ্ত৪