মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫

মৈমনসিংহ গীতিকা
মহুয়া
(দৃশ্যকাব্য)
দ্বিজ কানাই প্রণীত
(প্রাচীন পল্লীনাটিকা)
বন্দনাগীতি

পূবেতে বন্দনা করলাম পূবের ভানুশ্বর১।
এক দিকে উদয়রে ভানু চৌদিকে পশর২॥
দক্ষিণে বন্দনা গো করলাম ক্ষীর নদী সাগর।
যেখানে বানিজজি করে চান্দ সদাগর॥
উত্তরে বন্দনা গো করলাম কৈলাস র্পবত।
যেখানে পড়িয়া গো আছে আলীর মালামের৩ পাথ্থর॥
পশ্চিমে বন্দনা গো করলাম মক্কা এন৪ স্থান।
র্উদিশে৫ বাড়ায়৬ ছেলাম৭ মমিন মুসলমান॥
সভা কইর‌্যা বইছ ভাইরে ইন্দু৮ মুসলমান।
সভার চরণে আমি জানাইলাম ছেলাম॥
চাইর কুনা৯ র্পিথিমি১০ গো বইন্ধ্যা১১ মন করলাম স্থির।
সুন্দরবন১২ মুকামে বন্দলাম গাজী জিন্দাপীর॥
.................................................................................................
১    ভানুশ্বর = ভানুর ঈশ্বর = (শিব?)
২    পশর = প্রসার (?), প্রকাশ, আলোক।
৩    মালামের = পদচিহ্নের।
৪    এন = হেন।
৫    র্উদিশে = উদ্দেশে।
৬    বাড়ায় = হাত বাড়াইয়া (সেলাম করা)।
৭    মমিন = বিদ্বান্।
৮    ইন্দ = হিন্দু।
৯    কুনা = কোণা। ময়মনসিংহ প্রভৃতি কতকগুলি “ও” কারের স্থানে “উ” কার- ব্যবহারের রীতি আছে, যথা চোর= চুর।
১০    পিরথিমি = পৃথিবী।
১১    বইন্ধা = বন্দনা করিয়া।
১২    সুন্দরবনের ব্যাঘ্রের দেব দক্ষিণারায়ের সঙ্গে গাজির যুদ্ধের কথা অনেক পুস্তকেই আছে। কৃষ্ণরামের দক্ষিণরামের পালাতে এই যুদ্ধের বিশেষ বিবরণ আছে। পুথির নাম ‘রায়-মঙ্গল’।

আসমানে জমিনে বন্দলাম চান্দে আর সূরুয১।
আলাম- কালাম বন্দুম কিতাব আর কুরাণ২॥
কিবা গান গাইবাম আমি বন্দনা করলাম ইতি।
উস্তাদের চরণ বন্দলাম করিয়া মিন্নতি৩॥
বন্দনাগীতি সমাপ্ত৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন